হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত ইমাম হাসান আসকারী (আ.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন,
عَلامَهُ الاْیمانِ خَمْسٌ: التَّخَتُّمُ بِالْیَمینِ وَ صَلاهُ الإحْدی وَ خَمْسینَ وَ الْجَهْرُ بِبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحیم وَ تَعْفیرُ الْجَبین وَ زِیارَهُ الاْرْبَعینَ.
মুমিনের চিহ্ন হলো ৫টি।
১. ডান হাতের আঙ্গুলে আংটি পরা,
২. দৈনিক ৫১ রাকাত নামাজ পড়া (ওয়াজিব ও মুস্তাহাব একত্রে),
৩. নামাযোর সময় ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ উচ্চস্বরে পড়া,
৪. মাটির উপরে সিজদা করা ও
৫. যিয়ারতে আরবাঈন পাঠ করা
[হাদিকাতুশ-শি'য়া, খন্ড-২, পৃষ্ঠা- ১৯৪]